রিপুহীন

প্রকাশিত: মার্চ ৭, ২০২১; সময়: ১১:০৮ পূর্বাহ্ণ |
রিপুহীন

অপার সায়রে নেয়ে উঠবার-
কি নিমগ্ন চুমুকে আকণ্ঠ পানের
নেই কোনো আবেশী প্রহর,
অনিঃশেষে পুড়বার নেই কোনো
উন্মত্ত বাসনা
ক্ষমাহীন ক্রোধে তছনছ করার সুখ
প্রবল শক্তির ধার, হৃত সব ভাঁজ থেকে
পৃথিবীর হাটে হাটে বিত্তের বেসাতি
ভাবলেশহীন চোখে বুদবুদ বাষ্প
জয়মাল্যের ফুলগুলি ঝরে গেছে
অচেনা পথের খানাখন্দে

মানুষের অবয়বে কাঠামোর অভ্যন্তরে
রিপুহীন এক অসহায় দেবতা
ধীরে ধীরে ডুবে যায়
নীল এক ঘুমে।

 

কবি : মনিরা মিঠি

(ফেসবুক থেকে সংগৃহিত)

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে