মুজিব শতবর্ষে

প্রকাশিত: মার্চ ৪, ২০২১; সময়: ৪:১২ অপরাহ্ণ |
মুজিব শতবর্ষে

মাহবুব দুলাল

তুমি নেই, অথচ তুমি আছো
স্বদেশের ঘরে ঘরে-হৃদয়ে
আঙ্গিনায়-পথে নদী খালে সবুজ
প্রান্তরে বাংলার, গ্রহ-নক্ষত্র-সূর্যে
কিংবা মহাকাশে- কোথায় নেই
বলো মহামানব তুমি কালজয়ী,
মহাকালজয়ী!

তব জন্ম শতবর্ষে আজ নতুন করে
কড়া নাড়ে চেতনার বন্ধ দুয়ারে,
টের পায় অস্তিত্ব তোমার প্রজন্মের
সন্তান।

শত কষ্টের দুঃখ ছুঁয়ে
বাঙালির বরপুত্র তুমি
পরাধীনতার শৃঙখল ছিঁড়ে
স্বাধীনতার সূর্যোদয় এনে দিলে
বাংলার আকাশে, বাতাসে ছড়িয়ে
দিলে মুক্তির স্বাদ।

বাংলার আকাশে তবু ধোঁয়াশা রঙ
কালো মেঘ ভেসে আসে বার বার;
যুদ্ধাপরাধী-খুনি-কু-চক্রীরা আবারো ফেরে
রক্তস্নাত এই দেশে, ওদেরই রক্ত পিপাসু বুলেট
একদিন গভীর নিকষ রাতে ক্ষত-বিক্ষত করে
স্বদেশের স্ফিত বুক। অতঃপর সত্যের মুখে
এঁটে দেয় শক্ত গুমাই- আবারো লুট হয়
বাঙালির অধিকার।

রাষ্ট্রযন্ত্রের খড়গভয়ে অস্তিত্ব আর
অধিকার জলাঞ্জলি দেয় আবারো
মুক্তিকামী মানুষ সেদিন, আরো এক
একাত্তর যেন দাপিয়ে বেড়ায় রাজপথে;
তল্লাশী ঘরে ঘরে, পথে পথে- তটস্থ
সবাই, বন্দিরাও অনিরাপদ কারাগারের
গহিন প্রকোষ্ঠে।

স্বাধীন দেশে পাক-বাহিনীর ধাঁচে
আবারো গদি কাড়ার স্বৈর প্রতিযোগিতা
কী নির্মম, কী নিষ্ঠুর!
অস্থির আবারো স্বদেশের হৃদয়
রাস্তায় দীর্ঘ হয় মৃত্যুর মিছিল-
বিচারের নামে প্রহসন চলে দেড়
কিংবা আরো একযুগ ধরে,
হতবাক বিশ্ব বিবেক।

অতঃপর রাজনীতিক ছাত্র-জনতা
আবারো একদিন তোমার দেখানো
পথে রাজপথে নেমে আসে, উত্তাপ
ছড়ায় স্বদেশের ধ্বমনীতে, উত্তাল
হয় বিশ্ববিদ্যালয় চত্বর, নগর-বন্দর
আর সবুজ প্রান্তর মুখর স্লোগানে
মিছিলে-আরো এক
একাত্তর, যেন মুক্তিযুদ্ধের।

শহীদ নূর হোসেনের রক্তের পথ
মাড়ায়ে অবশেষে বিজয়ের সূর্যোদয়
আবারো বাংলার আকাশে, রাজপথে
তখনো দাঁড়ায়ে তোমারই সূর্যকন্যা;
জনতার কাতারে সামিল তিনি
বিরোধী বিপ্লবে-গণআন্দোলনে
অবশেষে মুক্তি গণতন্ত্রের, বঙ্গবন্ধুর
উত্তরসূরী জননেত্রী হাসিনা
হাল ধরে বাংলার।

সাফল্যে গঙ্গার পানি আসে, শান্তির
ঝর্ণাধারা নামে পাহাড়ে পাহাড়ে, বঙ্গবন্ধু
সেতু হয় যমুনায়; পদ্মায় রেলপথ,
সমতল আবারো সবুজ হয়ে ওঠে
শস্যের শ্যামল সম্ভারে।

বিপর্যয় তবু বার বার ফিরে আসে,
মানবতার অবক্ষয় জঙ্গিবাদ-মৌলবাদ
গ্রেনেড বোমা সন্ত্রাস আছড়ে পড়ে
বাংলার বুকে, বিকৃত ইতিহাসের পথে
হেঁটে হেঁটে খলনায়করাই সামনে দাঁড়ায়
বার বার, আর্জেস গ্রেনেড রক্ত ঝরায়
ইতিহাসের নতুন পৃষ্ঠায়।

কী দুর্বার, কী দুর্নিবার
যুদ্ধ বাংলায় বার বার
তোমার রক্তের স্রোত
মিশে বার বার গঙ্গা যমুনা
ধারায়, মিশে যায় সূর্যকন্যা
হাসিনার শরীরে;
বজ্র কঠিন তিনি, দুর্বার, দুর্নিবার
অবশেষে অপ্রতিরোধ্য পথ চলা,
সর্বজয়ী বাংলার মানসকন্যার।

তব জন্ম শতবর্ষে আজ নতুন করে
কড়া নাড়ে চেতনার বন্ধ দুয়ারে,
টের পায় অস্তিত্ব তোমার প্রজন্মের
সন্তান।

শপথ আজ, সৃষ্টি তোমার ছড়িয়ে দেবে
ওরা বিশ্ব ব্যাপী; দর্শন রাজনীতি আশা
প্রত্যাশা স্বপ্ন ও ভালোবাসা, অফুরান
কীর্তি তোমার বুকে নিয়ে- হানা হানি
সব ভুলে প্রজন্মের সন্তান, ওরাই গড়ে
দেবে স্বপ্নের দেশ,
সোনার বাংলা তোমার।

লেখক-সাংবাদিক, কবি ও কলামিষ্ট

কবিতা কবির ‘তুমি অবিনাশী’ কাব্যগ্রন্থ থেকে নেওয়া।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে