সিরাজুদ্দৌলাহ বাহারের কবিতাগুচ্ছ

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২০; সময়: ৩:৫৬ অপরাহ্ণ |
সিরাজুদ্দৌলাহ বাহারের কবিতাগুচ্ছ

তোমার সন্ধানে

তুমি কি মঙ্গলগ্রহে আছো নাকি!
কেউ তোমাকে খুঁজে পাচ্ছে না
গুগল খুঁজে পাচ্ছে না-
আমি পাচ্ছি না!

কে দেবে সন্ধান!

তোমার সন্ধানে বুঝি পাঠাতেই হয়-
নাসা থেকে মহাকাশযান!

 

দিনাজপুরের ফোন

আশেপাশে ফোনালাপ, বাজে রিঙটোন-
আমার আসে না কোন ফোন!

কতজন কতখানে
বন্ধুবান্ধবেরা কাছেদূরে, দূরদূরান্তে
আরো সব আত্মীয়-স্বজন-
আমার খবর নেয় আদতে ক’জন!

কেবল দিনাজপুর থেকে আসে এক ফোন।

 

অদৃষ্ট

আবৃত তোমার স্তনাগ্র
যেন দ্বৈত পর্বতশৃঙ্গ,
যেমন দেখিনি আমি-
এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা!

  • 24
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে