আলোকিত পথ

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২০; সময়: ১২:৪৬ অপরাহ্ণ |
আলোকিত পথ

মেঘের বাড়িতে চলছে দ্যাখো বৃষ্টির উৎসব
ডাকছে তোমাকে নীরবে ফুলের সৌরভ!

যে কৃষক গড়ে তোলে
ফসলের মাঠে সবুজের সংসার
তাকেই দাও ফুলেল উপহার।

যে শ্রমিক স্বপ্ন গাঁথে
ইটের গাঁথুনির পরতে পরতে
সেই থাক চিরকালীন স্মৃতিতে,

প্রবল খরায় ও সংগ্রামী যে পুকুর
ছড়িয়ে দেয় উন্মাতাল শাপলার ঘ্রাণ
সেখানেই আটকে থাকুক কিশোরীর প্রাণ!

নিভু নিভু সূর্য চোখে নিয়ে
যে আমিময় ডুবে আছে হিংসা,বিদ্বেষ অপ্রেম
সেখানেই তোমরা জ্বালাও আলো,জ্বালাও প্রেম।

 

কবি : মনিরুজ্জামান মুন

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে