কাজী শোয়েব শাবাব এর ৫টি কবিতা

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২০; সময়: ১:৩৩ অপরাহ্ণ |
কাজী শোয়েব শাবাব এর ৫টি কবিতা

অবচেতন
গোয়েন্দা গল্প পড়ে ‘রক্ত’ শব্দটা
ঘুরপাক খাচ্ছিল মাথার ভেতর।
এদিকে সন্ধ্যা ঘনিয়েছে
অবচেতন এসে দাঁড়িয়েছে চেতনের কাছে।
সন্ধ্যাবাতি জ্বালাতে না বলে-
ভুল করে বউকে বলি, রক্ত জ্বালাও।

 

শ্রেণিবৈষম্য
বসতি ও বস্তি-
দুটি শব্দই শ্রেণিবৈষম্যের রূপ।

বসতি শব্দটি দেখতে এমন-
মধ্য ও উচ্চবিত্তের পরিচ্ছন্ন আবাস যেমন।
বস্তি শব্দটিতে স্ত-এর মতো
গায়ে গায়ে লেগে আছে-
নোংরা-ঘিঞ্জি আর জীর্ণ কুটির।

 

নামকরণ
তোমার নামের সঙ্গে লেপ্টে আছে জবাই করা কোনো পশুর রক্ত।

 

হেলিকপ্টার
শৈশবে আকাশে মুরগির আস্ত রান উড়ে বেড়াত।
বাতাসে ঝড় তুলে স্কুলমাঠে একদিন নেমে এল
রানের দরজা খুলে বেরোলো মানুষ।
এখনও হেলিকপ্টার দেখে-
মুরগির রানের কথা মনে পড়ে যায়।

দুর্গম এলাকায় দুর্যোগ শেষে
ক্ষুধার্ত মানুষেরা আশায় থাকে, স্বপ্নে দেখে-
আকাশে মুরগির উড়ন্ত রান
রানের দরজা খুলে বেরিয়ে আসছে ত্রাণ।

 

ঘুড়ি সিরিজ ৪
ঘুড়ি নয়
লাটাইয়ের সুতা বেয়ে উঠে গেছে সুতানালী সাপ
দংশনে তার নীল হয়ে উঠছে ক্রমশ আকাশ।

  • 202
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে