তুমি অমর

প্রকাশিত: আগস্ট ৭, ২০২০; সময়: ৪:১০ অপরাহ্ণ |
তুমি অমর

সেদিন রাতে চাঁদ-তারাসহ অন্য নক্ষত্ররা
জাগেনি তোমার পাহারায়;
ঘুমিয়ে ছিল তোমার দেশের সব মানুষ।

গাছ-গাছালি, পাখ পাখালিরা–
বীভৎসের তান্ডবে শব্দ হারিয়ে
কিচির-মিচির করেনি সেদিন।

সেদিন, তোমার জন্মভূমির কেউ ভাবেনি
তোমার রাজ্যে, তোমাকে বাঁচাতে
জেগে থাকতে হবে রাতের পর রাত।

কিন্তু, সেদিন জেগেছিল তোমার আজন্ম শত্রু
রক্তখেকো, পাকিস্তানী আদলে গড়া
হায়েনার দল, বিপদগামী কিছু সামরিক জান্তা।

ওরা, চোরের মতো রাতের আঁধারে
তোমার বুকের রক্ত ঝরাতে এসেছিল;
এসেছিল ওরা সাথে নিয়ে গোলা বারুদ
মর্টার, ট্যাংক আর মেশিন গান।

তুমিতো বীর, তুমিতো দেশ সৃষ্টির কর্তা
তোমারই সৃষ্টির জন্যে বুক পেতে দিলে,
ভেবেছিলে, ওরা তোমারই সন্তান–
মারতে পারে না ওরা তোমাকে,
যাদের দিয়েছিলে স্নেহভরা অনুদান।

হায়! অন্যের সন্তান হলো না তোমার,
সন্তান, হলো ওরা খুনী সন্ত্রাসীর,
প্রমান করেছ বুকের তাজা রক্ত দিয়ে
তুমি বাংলার একমাত্র বীর,
তুমিতো চির সত্যের প্রতিক।

তারাতো খুনি, স্রষ্টার খুনি
হয়নি’কো স্মরনীয়
তুমিতো অমর, শেখ মুজিবুর
পৃথিবীর কাছে বরণীয়।

কবি-মাহবুব দুলাল

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে