অর্ধসত্য

প্রকাশিত: জুলাই ২৭, ২০২০; সময়: ২:৫৮ অপরাহ্ণ |
অর্ধসত্য

সজল ছত্রী

হাঁটতে হাঁটতে, হাঁটতে হাঁটতে খাদের কিনারে এলাম
এবার একটু জিরোবো। সটান নেমে যাবো বলে তো আসিনি
কাউকে তো বলেও আসিনি যে এইবার নামবো
কেউ দেখবে না? কেউ অপেক্ষায় থাকবে না?

এখন একটা শক্ত পাথর খুঁজে নেবো
খাদের কিনারে কোনোক্রমে টিকে থাকা একটা গাছ
একটু ছায়ায়, একটু হেলান দিয়ে বসবো
মায়াহীন বসে থাকার কী কোনো মানে নেই? কিছু নেই?

পৃথিবীর সব সুপরিচিত সড়কের চেয়ে পতনের পথ ধরেই
সবচেয়ে বেশি হেঁটেছে মানুষ। কেন?
আলোর দিকে তাকাতে পারেনি, কিন্তু অন্ধকার?
সব তুচ্ছতা সয়েও সে ব্যথিত দৃষ্টিকে আরাম দিয়েছে, দেয়নি?

এবার আলোর জন্য একটু জিরোবো, তারপর নামবো
কাউকে বলেকয়ে নামতে হবে কেন? যখন ইচ্ছে নামবো।

  • 19
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে