সঙ্গ, নি-সঙ্গ কিংবা সঙ্গনিরোধ কাব্য

প্রকাশিত: জুলাই ২৩, ২০২০; সময়: ২:৩৫ অপরাহ্ণ |
সঙ্গ, নি-সঙ্গ কিংবা সঙ্গনিরোধ কাব্য

 

 

লাবণ্য প্রভা

০১

মরে যাওয়ার আনন্দই আলাদা।
যদিও সকলের মরে যাওয়ার স্মৃতি এক নয়।
এক নয় বেঁচে থাকার স্মৃতিও।

মনে পড়ে, বহুবার বহুবার আমি মরে গিয়েছিলাম।আমাদের নির্জন হিমঘরে কতোবার মরে পড়ে ছিলাম।আমার ফ্রিজ ভর্তি ফলের হাড়গোড় জমাট বরফ হয়ে থাকে। হৃদপিণ্ডও। ডালা খুলে তাদের রৌদ্রে দিয়ে আসি।
দ্যাখো, মধ্যরাতে কারওয়ান বাজারে নিস্তব্ধতা ভাঙছে। সবজিভর্তি শিশু ও তরুণট্রাক।
অ্যাম্বুলেন্সে বরযাত্রী। বুকের ভেতর ৫ টন, সমগ্র বাংলাদেশ।
রাজাবাজার লক ডাউন হলো আজ।
লক ডাউন!
আড়াআড়ি বাঁশ!
আমার ঘাড়ও লক হয়। ঘাড়ের ওপর দশমণি বাঁশের জোয়াল। বলছে, শুনো আজ থেকে তুমিও লক ডাউন!

টিভি স্ক্রিনে মধ্যরাতের ঢেকুর!
পাতাগুলো ভেসে যাচ্ছে
ভেসে যাচ্ছে খড়কুটোও…


০২

সমুদ্র ডাকছে…
চন্দ্রাহত
বিচূর্ণ ফসফরাস।
আলোর ঈগল চক্ষুদ্বয় খুলে নিয়ে যায়
পড়ে থাকে বিমর্ষ হাত
এহাত, কখনো স্পর্শ করেননি তার মুখ; উত্তাপ
অপরিচিত ইশারা তীব্র তীব্র
আকাশ ভেঙে জল ও জোৎস্নার কারুকাজ নেমে আসে
লবণ গলে যায়
গলে যাচ্ছে নদী ও কুসুম
এসো
আলিঙ্গন করি মৃত্যু; ভাঙা ভাঙা ময়ূর।


০৩

যাই…
গাড়ি ডাকছে
পড়ে রইল
অসমাপ্ত প্রণয়
ফিরে এসে পাঠ করবো
ধারাপাত…

০৪

আদিগন্ত রঙ কেটে গেলে
শব্দ তৈরি হয়।
তারা ঝরে পড়ে বিবিধ বিন্যাসে।
আর আমরা, ‘জল পড়ে পাতা নড়ে’ ভেবে
এক বিকেল পার করে দেই।
মাঝে মাঝে একেকটা কোলাহল পেরিয়ে যাই
দূরে, আরো দূরে বিস্তৃত হয় আমাদের মন; মনোজ কুসুম।
মাঝে মাঝে নীল নীল পাখির পালক দুয়েকটা বইয়ের ভাঁজে লুকিয়েও রাখি। সময়ে অসময়ে খুলে দেখি। কোনো কোনো ভোরে চোখের পাতায়, গালে, ঠোঁটে নীল রঙ মেখে ফড়িং হয়ে যাই।
সেইসব ফড়িং!
অতিপ্রাকৃত সন্ধ্যায়
যারা তোমার
স্নানঘরে ফিরে ফিরে আসে!

০৫

আমায় ধরে রাখো
বিবর্ণ ঝুরি পথে
ধরে রাখো আমায়
এইসব সম্প্রীতি মানুষমাত্রই জানে কিছু নয়
কিছু নয় সঙ্গ কিংবা সঙ্গনিরোধ
নৃ-মাছি চিরকাল উজানে যায়
ফেলে রেখে চেনা হাট, বারুণির মেলা
কেউ কেউ শুধু চক্রাকারে ঘোরে

০৬

হেঁটে যাই
অনন্ত অরণ্যে
হেঁটে যাচ্ছি ধীরে
ডুমুরভাঙা পথে রাত গভীর হলো বুঝি!
আকাশের বাঁশী সুরম্য
হাঁসের পালকে ঘুম দীর্ঘ হয়
তবে তুমি নিদ্রা যাও
হাড়ের ভেতর বীজ-ঘ্রাণ নিয়ে নিদ্রা যাও তুমি
আমাদের উত্তরের খ্যাপা হিম এবার সহজে যাবে না
উত্তাপসমূহ কবেই হরণ করেছে কাল
মার্বেল মেঝেতে শুয়ে থাকি
নিরুত্তাপ
জন্মনগ্নিকা এক
পথে পথে আমাদের পরান পুড়ে যেতে থাকে…

  • 62
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে