পালিত সাপের ছোবলে প্রাণ গেল যুবকের

প্রকাশিত: মে ২৮, ২০২২; সময়: ১:২০ অপরাহ্ণ |
পালিত সাপের ছোবলে প্রাণ গেল যুবকের

পদ্মাটাইমস ডেস্ক : পটুয়াখালীর সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে রাজ্জাক বিশ্বাসের সাপের খামারে পালিত সাপের কামড়ে কর্মচারী জব্বার তালুকদার নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ মে) বিকেল ৫টার দিকে রাজ্জাক বিশ্বাসের ভাই কর্মচারী জব্বার তালুকদারকে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত জব্বার ছোটবিঘাই ইউনিয়নের হরতুকিবাড়িয়া গ্রামের রফজে তালুকদারের ছেলে। তিনি ওই সাপের খামারে কর্মচারী হিসেবে কাজ করতেন।

স্বজনরা জানান, পটুয়াখালীর সদর উপজেলার নন্দীপাড়া গ্রামের রাজ্জাক বিশ্বাসের সাপের খামারে কমর্চারী হিসেবে কাজ করতেন জব্বার। শুক্রবার সকাল ১০টার দিকে জব্বার সাপগুলোকে খাবার দিতে গেলে তার বাম হাতে কামড় দেয় একটি সাপ।

প্রথমে সাপের কামড়ের বিষয়টি খামারের কেউই বুঝতে পারেননি। বিকেলে জব্বার গুরুতর অসুস্থ হয়ে পড়লে ৫টার দিকে তাকে সদর হাসপাতালে নেয়া হয়। রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে মৃতের স্বজনরা আরও অভিযোগ করে বলেন, সাপের খামারের মালিক রাজ্জাক বিশ্বাস সাপের কামড়ের কোনো তথ্য না দিয়ে বলেছেন জব্বার হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন। তাই স্বজনরা সঠিকভাবে চিকিৎসককে জানাতে পারেনি।

তবে এ ব্যাপারে রাজ্জাক বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে মুঠোফোনে পাওয়া যায়নি। স্থানীয়রা জানিয়েছেন তিনি পলাতক রয়েছেন।

রোগীকে হাসপাতালে আনার পর সঠিক তথ্য না দেওয়ায় সঠিক চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মিনহাজ উদ্দিন ভূইয়া।

তিনি জানান, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর রাজ্জাক বিশ্বাসের ভাই আমাকে প্রথমে শ্বাসকষ্ট, পরে বলা হয় পোকামাকড়ে কামড়াতে পারে এবং মারা যাওয়ার পরে বলা হয় সাপে কামড়িয়েছে। যার ফলে রোগীকে বাঁচানো সম্ভব হয়নি।

পটুয়াখালী সদর থানা থেকে জানানো হয়েছে, মরদেহের ময়নাতদন্ত করা হবে তবে রোগীর স্বজনরা রাজ্জাক বিশ্বাসের নামে কোনো লিখিত অভিযোগ করেননি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে