জয়পুরহাটে সহিংস উগ্রবাদ প্রতিরোধে করনীয় শীর্ষক কর্মশালা

প্রকাশিত: মে ২৭, ২০২২; সময়: ৮:১৬ অপরাহ্ণ |
জয়পুরহাটে সহিংস উগ্রবাদ প্রতিরোধে করনীয় শীর্ষক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাটে সহিংস উগ্রবাদ প্রতিরোধে করণীয়’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রুপান্তর এর সহযোগিতায় স্থানীয় বে-সরকারী উন্নয়ন সংস্থা উপমা সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে শহরের স্বপ্ন ছায়া কমিউনিটি সেন্টারে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, নব্বই দশকের টেলিভিশন নাটকের দর্শকপ্রিয় অভিনেত্রী ও প্রকল্পের কনসালট্রেন্ট আফসানা মিমি, পিভিই ক্যাপাসিটি বিল্ডিং প্রকল্পে রাজশাহী বিভাগের সমন্বয়কারী রনক বর্মন, জেলা প্লাটফর্ম কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শাহাদুল ইসলাম সাজু, ইমাম কল্যান সমিতির সভাপতি জয়নাল আবেদীন , হিন্দু ধর্মীয় নেতা তপন কুমার খাঁ কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব নন্দলাল পার্শী, জয়পুরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাকিম ফাররোখ, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আহমেদ মোশারফ নান্নু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপমার নির্বাহী পরিচালক সুজন কুমার মন্ডল, সাংবাদিক খ.ম আব্দুর রহমান রনি. মিজানুর রহমান মিন্টু, জয়পুরহাট আবৃত্তি পরিষদের সভাপতি মোস্তাহেদ ফাররোখ, জয়পুরহাট থিয়েটারের সভাপতি উৎপল মন্ডল, সঙ্গীত চক্রের সভাপতি মাহমুদুল ইসলাম, নারী নেত্রী সাবিনা ইয়াসমিন, অনিতা রানী প্রমুখ।

এই কর্মশালায় জেলা প্লাটফর্ম সদস্য, ধর্মীয় নেতা, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক, নারীনেত্রী, এনজিও কর্মীসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।

সহিংস উগ্রবাদ প্রতিরোধে করণীয় বিষয়ক মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, সামাজিক সম্প্রীতির বাস্তব দৃষ্টান্তনির্ভর লেখা, গল্প, নাটক, গান ও ভিডিও চিত্রের মাধ্যমে সমাজে ইতিবাচক ধারনার সৃষ্টি হবে। এতে করে সহিংস উগ্রবাদ প্রতিরোধে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধি করা সম্ভব হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে