সিরাজগঞ্জে কৃষক বাবুল হত্যার জরিতদের গ্রেপ্তারের দাবি

প্রকাশিত: মে ২৭, ২০২২; সময়: ৩:৩০ অপরাহ্ণ |
সিরাজগঞ্জে কৃষক বাবুল হত্যার জরিতদের গ্রেপ্তারের দাবি

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের বেলকুচিতে কৃষক বাবলু ব্যাপারী হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে নিহতের পরিবার ও স্থানীয়রা মানববন্ধন করেছেন।

শুক্রবার দুপুরে (বেলকুচি- সিরাজগঞ্জ) আঞ্চলিক সড়কের চালা বাসস্ট্যান্ড ও থানা এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কৃষক বাবলু ব্যাপারী হত্যার ঘটনায় নিহতের স্ত্রী মর্জিনা খাতুন বাদী হয়ে দৌলতপুর ইউপি সদস্য মালেককে প্রধান আসামী করে ২২ জন সহ আরো বেশ কয়েকজনকে অজ্ঞান আসামি করে বেলকুচি থানায় মামলা করেন।

মামলার পর ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। প্রধান আসামী সহ বাকী আসামীদের হুমকিতে অসহায় বাবলুর পরিবার।তাই দ্রুত সকল আসামীদের গ্রেফতারের দাবী জানায় মানব বন্ধনে অংগ্রহনকারীরা।

নিহত বাবলুর মেয়ে লাইলি খাতুন বলেন, আমার বাবা একজন সহজ সরল মানুষ ছিলেন। তার কোন দোষ ছিল না। বিনা কারণে আমার সহজ সরল বাবাকে ইউপি সদস্য মালেকের নেতৃত্বে হত্যা করা হয়েছে। আমি আর কিছুই চাই না শুধু আমার বাবাকে যারা বিনা অজুহাতে হত্যা করেছে তাদের ফাঁসি চাই।

নিহতের স্ত্রী মর্জিনা বলেন, যারা আমার স্বামীকে নৃশংস ভাবে হত্যা করেছে তাদেরকে দূত সময়ে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবী করছ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে