নওগাঁ জেলার শ্রেষ্ঠ শিক্ষক অধ্যক্ষ আবুল কালাম আজাদ

প্রকাশিত: মে ২৭, ২০২২; সময়: ৩:১৫ অপরাহ্ণ |
নওগাঁ জেলার শ্রেষ্ঠ শিক্ষক অধ্যক্ষ আবুল কালাম আজাদ

নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর : শিক্ষা মন্ত্রণালয় ঘোষিত জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২২ এ জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হলেন নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

প্রশাসক ও শিক্ষা বিভাগের গঠিত বাছাই কমিটি তার শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা, চারিত্রিক দৃঢ়তা ও সততা, শৃঙ্খলাবোধসহ নানাবিধ বিষয় বিবেচনা করে তাকে কলেজ পর্যায়ে জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত করেন। এছাড়াও তিনি ২০১৯ সালেও নওগাঁ জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছিলেন।

তিনি এ প্রতিষ্ঠানে জন্মলগ্ন থেকেই অধ্যক্ষ হিসেবে অত্যান্ত সুনাম, সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন।
কলেজ প্রতিষ্ঠার পর থেকে কলেজে শিক্ষার মান উন্নয়নসহ পারিপার্শ্বিক বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে তাঁর প্রচেষ্টার কারণে।

তার এ সফলতায় নওগাঁ-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এবং অত্র কলেজ পরিচালনা কমিটির সাবেক সভাপতি খালেকুজ্জামান তোতাসহ কলেজের শিক্ষক, কর্মচারী, ছাত্র/ছাত্রী ও অত্র এলাকার সাধারণ মানুষ অভিনন্দন জানিয়েছেন।

আবুল কালাম আজাদ উপজেলার চন্দননগর ইউনিয়নের গনেশ পাড়ার মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে। জাতীয় পর্যায়েও শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়ে দেশের সেবা করতে পারেন সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন আবুল কালাম আজাদ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে