শিবগঞ্জে উচ্চ মাধ্যমিকে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক শিবলী আকতার বানু

প্রকাশিত: মে ২৭, ২০২২; সময়: ৩:০৯ অপরাহ্ণ |
শিবগঞ্জে উচ্চ মাধ্যমিকে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক শিবলী আকতার বানু

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ :

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে উপজেলা পর্যায়ে কলেজ শাখায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন শিবলী আক্তার বানু।

সে উপজেলার বিহার ইউনিয়নের শোলাগাড়ি গ্রামের উপাধ্যক্ষ আশরাফুজ্জামান মন্টুর সহধর্মিণী। এবং চৌধুরী আদর্শ মহিলা ডিগ্রী কলেজের বাংলা বিভাগের প্রভাষক।

২০০০সালে কলেজটি প্রতিষ্ঠার পর থেকে ২০ বছরের অধিক সময় ধরে সে কলেজটিতে বাংলা বিভাগের প্রভাষক হিসেবে পাঠদান করছে।

গত ২১মে শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা নির্বাচক প্যানেল নিদিষ্ট ছক অনুসরণ করে যাচাই বাছাই শেষে তাকে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কলেজ শাখা) নির্বাচিত করেন।

ঐ কলেজের এইচএসসি ২য় বর্ষের মানবিক বিভাগের শিক্ষার্থী তাবাসসুম জান্নাত রিপা বলেন, ম্যাম সিলেবাস অনুযায়ী সুচারুভাবে ক্লাস নেয়। তার এ অর্জনে আমরা আনন্দিত হয়েছি।

এবিষয়ে প্রভাষক শিবলী আক্তার বানু বলেন, আমাকে উপজেলা নির্বাচক প্যানেল শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত করায় কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি কারিকুলাম অনুযায়ী শিক্ষার্থীদেরকে পাঠদানের যথাসাধ্য চেষ্টা করি।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা বলেন, দক্ষতার ভিত্তিতে এবারের জাতীয় শিক্ষা সপ্তাহে কলেজ পর্যায়ে প্রভাষক শিবলী আক্তার বানুকে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত করা হয়েছে।

প্রসঙ্গতঃ শিবলী আকতার বানু বর্তমানে বাংলাদেশ মানবাধিকার কমিশন শিবগঞ্জ উপজেলা শাখার সহসভাপতির দায়িত্ব পালন করছে। পূর্বে তিনি বগুড়া পল্লি বিদ্যুৎ সমিতির ২বার সাবেক মহিলা পরিচালক ও সহ-সভাপতি ছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন সম্মাননা এবং বিষয়ভিত্তিক বেশকিছু প্রশিক্ষণে অংশগ্রহণ করেছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে