চাঁপাইনবাবগঞ্জের শ্রেষ্ঠ ওসি চৌধুরী জোবায়ের

প্রকাশিত: মে ২৬, ২০২২; সময়: ৮:২৫ অপরাহ্ণ |
চাঁপাইনবাবগঞ্জের শ্রেষ্ঠ ওসি চৌধুরী জোবায়ের

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে মাধ্যমিক বিদ্যালয় ভিত্তিক বিভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ নম্বর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজউদ্দৌলা।

এছাড়া জেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে শিবগঞ্জ ফাযিল মাদ্রাসা ও সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়। বুধবার রাতে জেলা শিক্ষা কর্মকর্তা আবদুর রশিদ স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়। এর আগে উপজেলা পর্যায়ে মাধ্যমিক বিদ্যালয় ভিত্তিক বিভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ নম্বর পেয়ে উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছিলেন শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজউদ্দৌলা।

আর শ্রেষ্ঠ মাদ্রাসা হিসেবে নির্বাচিত হয়েছিল শিবগঞ্জ ফাযিল মাদ্রাসা। এদিকে শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজউদ্দৌলা জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ায় শিক্ষক সমাজ থেকে শুরু করে বিভিন্ন পেশাজীবীর মানুষের অভিনন্দন ও শুভেচ্ছায় সিক্ত হয়ে সকলের প্রতি কৃতজ্ঞ ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন। অন্যদিকে জেলার শ্রেষ্ঠ মাদ্রাসা হিসেবে নির্বাচিত হওয়ায় শিবগঞ্জ ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ জোবদুল হক সকলের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করেছেন। পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করেছেন।

অপরদিকে, ভালো কাজের স্বীকৃতি স্বরূপ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ। একই সঙ্গে জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে সদর মডেল থানার আফজাল হোসেন ও শ্রেষ্ঠ এএসআই একই থানার গোলাম রাব্বানী নির্বাচিত হয়েছেন।

বুধবার চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন্সের ড্রিল শেডে পুলিশের কল্যাণ সভায় শ্রেষ্ঠ অফিসারদের মাঝে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব।

এর আগে পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অংশ নেন ও সালাম গ্রহণ করেন পুলিশ সুপার। পরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভার আয়োজন করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে