মোহনপুরে বাবুর পুকুর খননে অতিষ্ঠ এলাকাবাসি

প্রকাশিত: মে ২৫, ২০২২; সময়: ১১:৩১ পূর্বাহ্ণ |
মোহনপুরে বাবুর পুকুর খননে অতিষ্ঠ এলাকাবাসি

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর মোহনপুরে বাবু নামের এক পুকুর খননকারীর আচরণে অতিষ্ট এলাকাবাসি। উপজেলার ধুরইল ইউনিয়নে তানোর উপজেলার সীমানা ঘেষে একের পর এক পুকুর খনন করে যাচ্ছে এই ব্যবসায়ী।

স্থানীয় সূত্রে জানা যায়, ধুরইলে মানুষদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে একের পর এক পুকুর খননে বেপোরোয়া হয়ে উঠেছে এই ভুমিদস্যু বাবু। সে অবৈধ ভাবে ভ্যেকু মেশিন দিয়ে কৃষি জমি নষ্ট করে পুকুর খনন করে, এরপর রাস্তা নষ্ট করে বেপোরোয়া ভাবে মাটি বহন করে থাকে। আর জমির মালিকদের ন্যায্য পাওনা দিতে যে অনিহা প্রকাশ করে, এনিয়ে মোহনপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভুগী।

এছাড়া (২৪ মে) মঙ্গলবার সন্ধ্যায় তার কাছ থেকে পুকুর খননের বিষয়ে মহব্বতপুরের বাসিন্দা উজ্জল হোসেন পাওনা টাকা চাইলেও না দেওয়ার কৌশল পাতেন এই বাবু। এমতবস্থায় উজ্জল থানায় অভিযোগ করার স্বীদ্ধান্ত নেয়।

এসময় উজ্জল হোসেন পুকুর খাদক বাবুকে চিটার আখ্যা দিয়ে বলেন, বাবু একজন বিখ্যাত চিটার, সে শুধু নিজের স্বার্থ বুঝে। এমনকি অন্যের নামে টাকা নিয়ে নিজেই আত্মসাৎ করেন। আমরা ধুরইলবাসি এই বাবুকে নিয়ে চরম অশান্তি আছি।

এবিষয়ে ভূমিদস্যু বাবু বলেন, আমি প্রায় এক যুগ থেকে পুকুর খনন করি। এখন আর আগের মতো ব্যবসা নাই, তাই অনেকের পাওনা টাকা দিতে পারিনি। সময় করে তাদের টাকা দেওয়ার চেষ্টা করবো।

উল্লেখ্য, ভূমির শ্রেণী রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা থাকার পরেও বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে কৌশলে কৃষি জমিতে পুকুর খনন করছে এসকল ভূমিদস্যুরা। এতে করে নষ্টও হচ্ছে সরকারের উন্নয়ন রাস্তা-ঘাট।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে