নাটোরে ফসলি জমিতে চলছে অবাধে পুকুর খনন

প্রকাশিত: মে ২৩, ২০২২; সময়: ১০:৪০ পূর্বাহ্ণ |
নাটোরে ফসলি জমিতে চলছে অবাধে পুকুর খনন

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরে ফসলি জমি জুড়ে চলছে অবাধে পুকুর খনন। খননকারীরা বলছেন ফসল না হওয়ার কারণে জমিতে পুকুর খনন করা হচ্ছে।

নাটোর সদর উপজেলার হালশা ইউনিয়নের চক বাগরুম গ্রামে ফসলি জমিতে পুকুর খনন করছেন মোকছেদ মন্ডল নামে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি। এলাকাবাসীর অভিযোগ স্থানীয় প্রশাসনকে বৃদ্ধাংগুলি দেখেয়ে দিন ও রাতে ভেকু মেসিন দিয়ে অবাধে পুকুর খনন করছেন। প্রশাসনের অনুমতির তোয়াক্কা করছেননা তিনি।

এদিকে ওই পুকুর খননের পানি পরিবহন করা হচ্ছে ট্রাক্টর দিয়ে। ট্রাক্টর চলাচলের কারণে শান্তির ঘুমে ব্যাঘাত ঘটছে স্থানীয়দের। এছাড়া বাংলাদেশের প্রথম ইউনিব্লক ইটের তৈরি সড়ক দিয়ে মাটি বোঝাই ট্রাক্টর চলাচল করায় মাটি পড়ে সড়কের বেহালদশার সৃষ্টি হয়েছে।

এদিকে খননকৃত ওই পুকুরের পাশ দিয়ে চলে যাওয়া একটি সরকারি পানি নিস্কাশন খাল বন্ধ করে ট্রাক্টর দিয়ে মাটি পরিবহন করা হচ্ছে। ওই খালের পাশে রয়েছে একটি বিশাল লেবু বাগান। খাল বন্ধ করে দেওয়ায় ওই লেবু বাগান সহ আশে পাশের ফসলি জমিতে পানি সেচ বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।

বিলের পানি নিষ্কাশনের ওই সরকারি খালের পার জুড়ে এস্কেভেটর মেসিন দিয়ে চলছে পুকুর খনন। এলাকাবাসী ফসলি জমিতে পুকুর খন বন্ধের আবেদন জানালেও অদৃশ্য কারনে তা বন্ধ হচ্ছেনা। এই পুকুর খনন করা হলে আশে পাশের ফসলি জমি এবং ইউনিব্লকের তৈরি সড়ক ক্ষতিগ্রস্থ হওয়ার শংকা প্রকাশ করেছেন।

পুকুর খননকারি মোকসেদ আলী বলেছেন,তার এই জমিতে কোন ফসল না হওয়ার কারণেই পুকুর খনন করছেন। প্রশাসনের অনুমতি ছাড়াই তিনি তার নিজের পুকুর খনন করছেন।

বিক্ষুদ্ধ হয়ে স্থানীয প্রশাসনের কাছে পুকুর খনন বন্ধ করার আবেদন করেও প্রতিকার মিলছেনা বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে