কারিতাসের ৫০ বছর পূর্তি উৎসব

প্রকাশিত: মে ২২, ২০২২; সময়: ৪:৩০ অপরাহ্ণ |
কারিতাসের ৫০ বছর পূর্তি উৎসব

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর : ‘সেবা ও ভালোবাসার ৫০ বছর’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে পালিত হলো বেসরকারি উন্নয়ন ও মানবাধিকার সংস্থা কারিতাসের ৫০ বছর পূর্তি উৎসব।

শনিবার (২১ মে ) সকাল ১১টায় চাঁনপুকুর মিশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ।

উদ্বোধনের পর মিশন হলরুমে কারিতাসের আঞ্চলিক পরিচালক সুক্লেশ জার্জ কস্তার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবদুল গাফ্ফার, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুন কোবরা, কারিতাসের প্রকল্প কর্মকর্তা দিপক এক্কা, কারিতাসের মাঠ কর্মকর্তা হোসান্না হাসদা প্রমুখ।

এ অনুষ্ঠানে ২১ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে ১ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি, ২টি দরিদ্র পরিবারকে স্যানিটাইজেশনের জন্য ৭ হাজার টাকা করে এককালীন অনুদান ও জব ক্রিয়েশনের জন্য ১ জন শিক্ষার্থীকে ৩ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। শেষে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর শিল্পীদের পরিবেশনা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে