নওগাঁয় ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

প্রকাশিত: মে ২২, ২০২২; সময়: ২:৪৯ অপরাহ্ণ |
নওগাঁয় ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : ‘ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল’ এ প্রতিপাদ্য সামনে রেখে নওগাঁয় ভূমি সেবা সপ্তাহ-২০২২ উদযাপন শুরু হয়েছে।

রোববার (২২ মে ) সকালে সদর উপজেলা ভূমি অফিস চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসাবে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) মিল্টন চন্দ্র রায়, উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন সহ প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন-ভূমি সেবা খাতে চলতি বছরে যেসব অনলাইন সেবা যুক্ত হয়েছে, সেগুলোকে জনগণের মাঝে ব্যাপক পরিচিত করানোই ভূমি সেবা সপ্তাহর লক্ষ্য। ভূমি ব্যবস্থাপনায় জনগণের হয়রানি বন্ধ করতে এবং এই সংক্রান্ত সেবা সহজলভ্য করতে ভূমি সেবাকে জনগণের দ্বোরগোড়ায় নিয়ে যেতে নানা কার্যক্রম গ্রহণ করেছে সরকার। তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে ঘরে বসেই যেন সাধারণ মানুষ ভূমি সুরক্ষাসহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করতে পারে, সেজন্য স্থাপিত হয়েছে ভূমি সেবা প্ল্যাটফর্ম।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে