শিবগঞ্জে বাদশার ওজন ১১০ কেজি, দাম দেড় লাখ

প্রকাশিত: মে ১৬, ২০২২; সময়: ৬:১৩ অপরাহ্ণ |
শিবগঞ্জে বাদশার ওজন ১১০ কেজি, দাম দেড় লাখ

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : ১১০ কেজি ওজনের একটি ছাগল, নাম তার বাদশা। ছাগলটি লালন-পালন করেছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার শেখটোলা মহল্লার বদিউজ্জামান।

সিরোহি-ব্রিডার জাতের এ ছাগলটি দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন। এটি জেলার সবচেয়ে বড় ছাগল বলে জানিয়েছে স্থানীয় প্রাণিসম্পদ কার্যালয়।

সোমবার বিকেলে বদিউজ্জামানের বাড়িতে গিয়ে কথা হয় হয় তার সঙ্গে। তিনি বলেন, গত দেড় বছর আগে ঢাকা থেকে এই সিরোহি জাতের ছাগলটি ৫০ হাজার টাকায় কিনে এনেছিলেন আমার ছেলে দুরুল হোদা। তখন থেকে লালন-পালন করছি। এখন বাদশার ওজন প্রায় ১১০ কেজি। বাদশার দিনে প্রায় ১০০ টাকার খাবার খায়। প্রতিদিন নিয়ম করে দিনে তিন-পাঁচবার খাওয়াতে হয় তাকে। এর মধ্যে বেশি পছন্দ বিভিন্ন গাছের পাতা। চাল, গম, ঘাস, কাঁঠাল পাতা ও ডালের গুঁড়া।

বদিউজ্জামান বলেন, বাড়িতে সবাই ছাগলটিকে আদর যত্ন করে। তাই সবার সঙ্গেই সে মিশে যায়। ছাদের উপর সুন্দর করে ঠান্ডা স্থানে তার জন্য ঘর করা আছে সেখানেই বাদশা থাকে। সে খুব ঠান্ডা বাসস্থান পছন্দ করে। এখন বাদশাকে বিক্রি করলে প্রায় দেড় লাখ টাকা পাওয়া যাবে। আর যখন এই পাঠা ছাগলটি কিনে আনা হয়েছিল তখন ওজন ছিল প্রায় ১৫-২০ কেজি। আমার বাড়িতে এখন প্রায় অর্ধশত ছাগল রয়েছে।

আরও একটি ছাগল যার ওজন প্রায় ৭০ কেজি। যা বিক্রি করলে প্রায় ৫০ হাজার টাকা পাব বলে আশা করছি। বাদশাকে দেখতে আশা নাঈম নামে এক স্কুল ছাত্র জানায়, আমি এতো বড় ছাগল এর আগে কোনদিন দেখিনি। তাই দেখতে এসেছি। দেখে অনেক ভালো লাগলো। নাম যেমন বাদশা দেখতেও বাদশা।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রনজিৎ চন্দ্র সিংহ জানান, এর আগে গত বছর সর্বোচ্চ ৯০ কেজি ওজনের একটি ছাগলের দেখা মিলেছিল।

এ জাতের ছাগল কেউ খামারে লালন-পালন না করলেও শখের বসে কেউ কেউ বাড়িতে পালন করে থাকে। এ বছর জেলার মধ্যে বাদশার থেকে বেশি বড় ছাগল আছে কিনা তার জানা নেই।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে