শিবগঞ্জে নবাগত ইউএনও আবুল হায়াতের যোগদান
প্রকাশিত: মে ১২, ২০২২; সময়: ৯:০৮ pm |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত যোগদান করেছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তাঁকে বরণ ও শুভেচ্ছা জানান বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বি।
এর আগে ৯ মে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের মাঠ প্রশাসন শাখার সহকারী কমিশনার নাছিম রেজা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের যোগদানের বিষয়টি উল্লেখ করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন আবুল হায়াত।
একই সঙ্গে ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ এর ১৪৪ ধারার ক্ষমতা প্রয়োগ করবেন। সিরাজগঞ্জ জেলার কৃন্তিসন্তান আবুল হায়াত সম্প্রতি বিভাগীয় কমিশনারের একান্ত সচিব হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন।