নজিপুর বাইক রাইডারস গ্রুপের উদ্যোগে গ্রান্ড ইফতার
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২২; সময়: ৯:৫৪ pm |
খবর > আঞ্চলিক
মাসুদ রানা,পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় নজিপুর বাইক রাইডারস (এনবিআর) গ্রুপের আয়োজনে গ্রান্ড ইফতার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার( ৩০ এপ্রিল) ২৮ রমজানে নজিপুর বাসস্ট্যান্ড বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্টেে এসময় উপস্থিত ছিলেন নজিপুর বাইক রাইডার্স এর এডমিন ও মডারেটর মেজবাহুর রহমান নিশাত,আবু শাহরিয়ার সিদ্দিকী শান্ত, রাশেদ ,আল কোরাইশ রকি, আরাফাত হোসেন পারভেজ সহ অতিথি ও এনবিআর এর সকল সদস্যবৃন্দ।
ইফতারের পূর্বে আলোচনা ও দেশ জাতির কল্যাণে দোয়া ও মুনাজাত হয়। এ সময় এ্যডমিনরা সকল সদস্যদের সাবধান নিরাপদে ও ট্রাফিক আইন মেনে বাইক চালানোর পরামর্শ দেন।