নওগাঁয় গরীব দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরন
প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২২; সময়: ৩:৫৩ pm |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : নওগাঁ সোস্যাল ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশন এর উদ্যোগে গরীব, অসহায়, দুঃস্থ ও দিনমজুর প্রায় তিনশো জনের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে ।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে শহরের মুক্তির মোড়ে সংগঠনের নিজস্ব কার্যালয়ে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এসময় এ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল লতিফ বকুল, সাধরন সম্পাদক রাজা, সমাজ সেবক সামসুল আলম, মাসুদ, জামান, হারুনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, সমাজ সেবক সামসুল আলম ও সংগঠনের অন্যান্যদের সহযোগিতায় ও ব্যবসায়ী প্রতিষ্ঠান নান্নেমুন্নে এর সৌজন্যে ঈদ সামগ্রীগুলো বিতরন করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে সেমায়, চিনি, মুড়ি, ছোলা বুট, প্যাকেট দুধ ও অন্যান্য খাবার সামগ্রী।