সুজানগরে নারী ইউপি সদস্যকে প্রাণনাশের হুমকি
নিজস্ব প্রতিবেদক, সুজানগর : পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য আনাই এর বিরুদ্ধে একই ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী আসনের ইউপি সদস্য হাসিনা খাতুনকে প্রকাশ্যে মানহানি করার পাশাপাশি প্রাণনাশের হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনার প্রতিবাদে সোমবার সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসন ( ৭.৮.৯) এর সদস্য হাসিনা খাতুন অভিযুক্ত ইউপি সদস্য আনাই এর বিরুদ্ধে বিচার চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানাযায়, ইউপি চেয়ারম্যানের সঙ্গে রবিবার এলাকার একজন হতদরিদ্র ব্যক্তির সুযোগ সুবিধা হতে বঞ্চিত হওয়ার বিষয়ে কথা বলতে গেলে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান সহ অন্যান্য ইউপি সদস্যদের সামনে প্রকাশ্যে সংরক্ষিত নারী আসনের ইউপি সদস্য হাসিনা খাতুনকে অশ্লীন ভাষায় গালিগালাজ করা সহ প্রাণনাশের হুমকি প্রদান করেন ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য আনাই।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন। তবে তার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নয় বলে দাবী করেছেন ইউপি সদস্য আনাই।
এ বিষয়ে সুজানগর উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী জানান, লিখিত অভিযোগ পেয়েছি । তদন্ত করে একজন নারী সদস্যকে প্রকাশ্যে এ ধরণের অশ্লীন ভাষায় গালিগালাজ করা ও প্রাণনাশের হুমকি প্রদানের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত ওই ইউপি সদসস্যের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।