গাছচাপা পড়ে বৃদ্ধের মৃত্যু
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২২; সময়: ৩:২৪ pm |
খবর > আঞ্চলিক
পদ্মাটাইমস ডেস্ক : লক্ষ্মীপুরের রায়পুরে হঠাৎ ঝড়ো হাওয়ায় গাছের নিচে চাপা পড়ে রুহুল আমিন (৬২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
উপজেলার কেরোয়া ইউনিয়নের মধ্য কেরোয়া গ্রামে বুধবার সকালে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মাঝি বাড়ির মৃত শফি উল্লাহর ছেলে।
বৃদ্ধের ছেলে বিল্লাল হোসেন জানান, সকাল ৮টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে সংলগ্ন দোকানে যান। ঝড়ো হাওয়া শুরু হলে বাড়ির দিকে ফিরতে থাকেন।
তাদের বাড়ির মসজিদের সামনে পাকা সড়কের কাছে আসলে একটি নারিকেলগাছ পড়লে তার বাবা গাছের নিচে চাপা পড়েন। গুরুতর আহতাবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ইসমত জেরিন বলেন, হাসপাতালে আনার আগেই বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুকের ওপর অতিরিক্ত চাপে তিনি মৃত্যুবরণ করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।