ঈদের জামা না পেয়ে অভিমানে ফাঁস দিলো রাকিবুল
প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২২; সময়: ১:১৯ pm |
খবর > আঞ্চলিক
পদ্মাটাইমস ডেস্ক : পাবনার সাঁথিয়ায় ঈদের জামা কিনে না দেওয়ায় বাবার ওপর অভিমান করে রাকিবুল শেখ নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
রোববার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। রাতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ।
নিহত রাকিবুল শেখ সাঁথিয়া পৌরসভার ছেচানিয়া মধ্যপাড়ার বরফ বিক্রেতা মানিক হোসেনের ছেলে। সে ছেচানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
সাঁথিয়া থানার এসআই সজিবুল জানান, সকাল ১১টার দিকে রাকিবুল ঈদের জামা কিনে দেওয়ার জন্য পরিবারের কাছে বায়না ধরে। কিন্তু ছেলের আবদার রক্ষা করতে পারেননি বরফ বিক্রেতা বাবা। এতে অভিমান করে রাকিবুল সবার অগোচরে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
তিনি আরো জানান, রাতে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।