ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রাণ হারালেন দিনমজুর
প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২২; সময়: ১২:৪৩ pm |
খবর > আঞ্চলিক
পদ্মাটাইমস ডেস্ক : সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আব্দুল হাকিম (৪২) নামের এক দিনমজুর প্রাণ হারিয়েছেন। সোমবার সকাল পৌনে দশটায় জামতৈল স্টেশনে এ ঘটনা ঘটে।
হাকিমের বাড়ি উপজেলার জয়েন বরধুল গ্রামে। তিনি দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন।
ষ্টেশন মাস্টার আব্দুল হান্নান জানান, ঢাকা-রাজশাহীগামী ধুমকেতু ট্রেন স্টেশনে আসলে হঠাৎ নিচে ঝাঁপ দেন হাকিম।
জিআরপি থানার এসআই আমিরুল ইসলাম জানান, আত্মহত্যার কারণ জানা যায়নি। লাশ উদ্ধারের পর সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।