হাইমচরে বিদ্যুৎ স্পৃষ্টে পান ব্যবসায়ীর মৃত্যু
প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২২; সময়: ৩:১৪ pm |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, কচুয়া : চাঁদপুরের হাইমচরে বিদ্যুৎ স্পৃষ্টে খোরশেদ বরকান্দাজ নামের এক পান ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার আলগী ইউনিয়নের ছোটলক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সে একই গ্রামের মৃত সোনা মিয়া বরকন্দাজের ছেলে ।
স্থানীয়রা জানান, খোরশেদ বরকন্দাজ শনিবার পারিবারিক কাজ করতে গিয়ে ফ্যানের সাথে বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে ঘটনাস্থলে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।
অপর দিকে খোরশেদ বরকান্দাজকে বাঁচাতে গেলে তার ভাই কুদ্দুস বরকন্দাজ গুরুতর আহত হয়।
বর্তমানে কুদ্দুস বরকান্দাজ চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।