পথরোধ করে কিশোরের মাথায় ছুরিকাঘাত

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২২; সময়: ৯:৩৩ অপরাহ্ণ |
পথরোধ করে কিশোরের মাথায় ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক, আদমদীঘি : বগুড়ার আদমদীঘিতে পথরোধ করে রাব্বী হোসেন (১৬) নামের এক কিশোরের মাথায় ছুরিকাঘাত করে আহত করার অভিযোগ পাওয়া গেছে। রাব্বী উপজেলার নিমাইদীঘি গ্রামের ইতালি প্রবাসী মামুনুর রশিদের ছেলে।

আহত কিশোরকে ঘটনাস্থল থেকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে দেন স্থানীয়রা। বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টায় ছাতিয়ানগ্রাম রেলগেট এলাকায় এ ঘটনাটি ঘটে। গতকাল শুক্রবার দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

আহত রাব্বীর মা নাসরিন বেগম অভিযোগ করে বলেন, উপজেলার ছাতিয়াগ্রামের আশরাফুলের ছেলে রাফি তার দলবল নিয়ে গত মঙ্গলবারে নিমাইদীঘি গ্রামের দীঘিরপাড় এলাকায় এসে রনি ও আকাশসহ বেশ কয়েকজনের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে ওই গ্রামের বেশ কয়েকজন যুবকদের সাথে রাফি গ্রুপের মারপিট ঘটনা ঘটে।

সেই শত্রুতার জেরে বৃহস্পতিবার দুপুরে ওই গ্রামের রাব্বী রেলগেট এলাকায় পৌঁছলে পথরোধ করে তার মাথার বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে আহত করে। তিনি আরো অভিযোগ করেন, এই ঘটনায় আশরাফুল তার ছেলে রাফিকে সহযোগিতা করেন এবং নিমাইদীঘি গ্রামের বেশ কয়েকজনকে হুমকি-ধামকি দিচ্ছেন। এদিকে অভিযুক্ত রাফির মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) রকিব হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মামলা দায়ের হলে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে