ট্রেনের নিচে পড়ে ১২ খণ্ড বৃদ্ধা

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২২; সময়: ৩:৫০ অপরাহ্ণ |
ট্রেনের নিচে পড়ে ১২ খণ্ড বৃদ্ধা

পদ্মাটাইমস ডেস্ক : চুয়াডাঙ্গায় ট্রেনের নিচে পড়ে নেবারন নেছা (৮৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সদর উপজেলার আমিরপুর রেলগেটের অদূরে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নেবারন নেছা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের আমিরপুর গ্রামের রেলগেট এলাকার মৃত রহম মণ্ডলের স্ত্রী।

নিহতের স্বজনরা জানান, গত কয়েক বছর ধরে নেবারন নেছা মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। মাঝে মধ্যেই সবার অজান্তে বাড়ি থেকে চলে যেতেন। পরে তাকে খুঁজে বাড়িতে নিয়ে আসতেন পরিবারের সদস্যরা। শুক্রবার দুপুর ১২টার আগে তিনি বাড়ি থেকে বের হন। পরে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে পড়েন নেবারন নেছা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার শরীর ১০ থেকে ১২ খণ্ড হয়ে যায়।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা ঢাকা পোস্টকে বলেন, ট্রেনের নিচে পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তার শরীর ১০ থেকে ১২ খণ্ড হয়ে গেছে। মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশক্রমে ব্যবস্থা নেওয়া হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে