সিরাজগঞ্জের রায়গঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২২; সময়: ৬:২০ pm |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে। নিহত মিতু (৭) সিরাজগঞ্জ সদর উপজেলার চন্দ্রকোনা গ্রামের বাবলু শেখের মেয়ে। সে গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।
রায়গঞ্জ থানার ওসি তদন্ত কমল দেবনাথ জানান, আটঘরিয়া গ্রামে খালু সাইফুল ইসলামের বাড়িতে এসে সোমবার সকালে মায়ের সঙ্গে ফুলজোড় নদীতে গোসলে নামে।
হঠাৎ সে তলিয়ে গেলে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। তখন দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. মাহমুদুল ইসলাম তাকে মৃত ঘোঘণা করে।