পত্নীতলায় শীতার্ত মানুষের জন্য উইডেভস ফাউন্ডেশনের উষ্ণ ভালবাসা

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২২; সময়: ৫:৪৮ অপরাহ্ণ |
পত্নীতলায় শীতার্ত মানুষের জন্য উইডেভস ফাউন্ডেশনের উষ্ণ ভালবাসা

নিজস্ব প্রতিবেদক, পত্নীতলা : গত কয়েকদিন কুয়াশা ঢাকা আকাশে সূর্যের দেখা নেই। শীতে কাবু পত্নীতলার ছিন্নমূল খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষজন। এই সব মানুষের কথা চিন্তা করে নওগাঁর পত্নীতলায় উইডেভস ফাউন্ডেশনের উদ্যেগে, পত্নীতলা উপজেলা সমিতি (পউস) নওগাঁ’র সহযোগিতায় অসহায় শীতার্ত ছিন্নমূল মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার ( ২৪ জানুয়ারি) সকাল ১১টায় পউস গ্রন্থাগারে সাবেক অধ্যক্ষ, মোঃ এমদাদুল হক মোল্লার সভাপতিত্বে ৬০ জন অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র (লেপ) বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, উইডেভস ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ তারেক হাসান, জেনারেল সেক্রেটারী মোঃ নিজাম উদ্দীন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ, আবু হেনা মোঃ নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ আমজাদ হোসেন, সাবেক শিক্ষক মোঃ মোজাহার আলী, আমিনুল ইসলাম, মোঃ শফিউল্লাহ, মোঃ নাজির হোসেন, বোরহান উদ্দীন, হাবিব সাত্তী, নজিপুর প্রেস ক্লাবের সভাপতি ফরহাদ হোসেন সহ স্থানীয় সুধিজন প্রমূখ।

শীত বস্ত্র নিতে আসা ষাটোর্ধ ওসমান আলী লেপ পেয়ে চোখে মুখে আনন্দের ঝিলিক বয়সের ভারে নুয়ে পরা আবুল জানায় আমার জন্মেও এত শীত দেখিনি, কাজ কাম তেমন করতে পারিনা, মানুষের কাছে চেয়ে চিনতে খাই, লেপ বানানোর টাকা জমাতে পারিনা, ছেলে নাই দুই মেয়ে বিয়ে করে শ্বশুর বাড়ী একা একা থাকি একটা ছেঁড়া কাঁথা আছে রাতে খুব কষ্ট হয়। লেপ পেয়ে আমার খুব উপকার হলো।

একটু শান্তিতে ঘুমাতে পারবো। যারা আমাকে লেপ দিলো আল্লাহ তাদের মনের আশা পুরোন করুক। শুধু ওসমান আলী নয় শীত বস্ত্র নিতে আসা একাধিক ব্যক্তি অনুভূতি ব্যক্ত করে বলেন তারা অনেক খুশি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে