নওগাঁর ‘নিশির’ একক নৃত্যে চাম্পিয়ন

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২২; সময়: ৫:২৭ অপরাহ্ণ |
নওগাঁর ‘নিশির’ একক নৃত্যে চাম্পিয়ন

জেষ্ঠ্য প্রতিবেদক, নওগাঁ : মুজিববর্ষ আন্তঃ কলেজ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২১ নৃত্যে প্রথম স্থান অধিকার করে নিলো নওগাঁর নিশির মহন্ত।

জাতীয় পর্যায়ে নৃত্যে ১ম হয়েছেন তিনি। নিশির নওগাঁ সরকারী কলেজের শিক্ষার্থী। এর আগেও বিভিন্ন সময় নিশির গৌরবজ্জল সাফল্য বয়ে এনেছে। সাফল্যের ধারাবাহিকতায় এই পুরষ্কার এটি তার ১৩ তম জাতীয় পুরস্কার।

জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ১২ ডিসেম্বর। এর আগে প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজ কলেজে চিাম্পিয়ন হয় নিশির। এরপর বিভাগ ও জাতীয় পর্যায়ে অংশ গ্রহনের সুযোগ পান তিনি। এই প্রতিযোগীতায় দেশের বিভিন্ন (জাতীয় বিশ্ববিদ্যালের অধীন) কলেজ থেকে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

নিশির নওগাঁ সরকারী কলেজে উদ্ভিদ বিদ্যা বিভাগের ৩য় বর্ষের ছাত্র। সাফল্য অর্জন করায় শিক্ষক ও স্বজনসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

খুব শিগগিরিই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করবেন বলে জানা গেছে।

এদিকে নিশিরের সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন তার শিক্ষক সহপাঠিসহ স্বজনরা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে