সুজানগরে যুবলীগ নেতার উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২২; সময়: ২:৫৭ অপরাহ্ণ |
সুজানগরে যুবলীগ নেতার উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, সুজানগর : পাবনার সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শামছুর রহমানের উপর হামলাকারীদের দ্রুত গেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা যুবলীগের আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ বলেন, প্রকাশ্যে বিএনপির সন্ত্রাসী জিন্নাহ এর নেতৃত্বে স্থানীয় সন্ত্রাসীদের হামলার শিকার হয়ে গত ১০দিন ধরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র(পুঙ্গ) হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আহম্মদপুর আহম্মদিয়া দাখিল মাদ্রাসার অফিস সহকারী ও ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি শামছুর রহমান। এ ঘটনায় থানায় মামলা হলেও ঘটনার ১০দিনেও এখন পর্যন্ত কোন আসামীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

তাই অতি দ্রুত আসামীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। তা না হলে সুজানগর উপজেলা যুবলীগের সর্বস্তরের নেতাকর্মীদের সাথে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে উল্লেখ করেন সভাপতি সরদার রাজু আহমেদ।

সংবাদ সম্মেলনে আওয়ামী যুবলীগ নেতা আজিজুল হক বাবু, মোহাম্মদ উল্লাহ রাসেল, রাকিব হাসান রতন, সাচ্চু হোসেন, রাকিব হাসান শাহীন, মনিরুজ্জামান মন্টু, রেজাউল,আহম্মদপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মিন্টু, নাজিরগঞ্জ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আলাল উদ্দিন খলিফা, সাধারণ সম্পাদক মিজানুর রহমান রুবেল, মানিকহাট ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোস্তফা, সাধারণ সম্পাদক আব্দুল বারেক, সাতবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি বকুল, তাঁতীবন্দ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি হারুনর রশীদ বাদশা, দুলাই ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মনসুর, সাধারণ সম্পাদক জনি, হাটখালী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ফজলুল হক ও সাগরকান্দি আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোতালেব হোসেন সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১২ জানুয়ারী বুধবার মাদ্রাসা থেকে থেকে নিজ বাড়ি দক্ষিণচর ফেরার পথে সন্ত্রাসীরা মোটরসাইকেলের গতিরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে যুবলীগ নেতা শামছুর রহমানকে জখম করে।

এ বিষয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন আলী জানান, মামলার ভিত্তিতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে