চাঁপাইনবাবগঞ্জে করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৩

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২২; সময়: ১:০৯ অপরাহ্ণ |
চাঁপাইনবাবগঞ্জে করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৩

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জের ১ জন মারা গেছেন। শুক্রবার সকালে ১ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

করোনার তৃতীয় ঢেউয়ে নতুন করে আরও ১৩ জন আক্রান্ত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। আক্রান্ত ১৩ জনের মধ্যে সবাই সদর উপজেলার বাসিন্দা। এই ১৩ জনের মধ্যে ৯ জন নারী ও ৪ জন পুরুষ।

চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এস.এম. মাহমুদুর রশিদ জানান, বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী হাসপাতালের ১ জন মারা যান। মারা যাওয়া রোগীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের বেহুলা গ্রামে। করোনার প্রথম থেকে এখন পর্যন্ত মারা গেলেন ১৬০ জন।

তিনি আরও জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে স্থানীয়ভাবে করা র‌্যাপিড এ্যান্টিজেন টেস্টে ৩০ জনের নমুনা পরীক্ষায় ১১ জনের দেহে করোনা শনাক্ত হয়। স্থানীয় দু’টি বেসরকারি হাসপাতালে র‌্যাপিড এ্যান্টিজেন টেস্টে ১টি করে আরও ২ জনের দেহে করোনা শনাক্ত হয়।

বর্তমানে রোগী এখন ৩৭ জন। তারা সকলেই বাড়িতে চিকিৎসাধীন রয়েছে বলে জানান, সিভিল সার্জন ডা. এস.এম. মাহমুদুর রশিদ। সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলারও আহবান জানান তিনি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে