পদ্মায় কারেন্ট জালসহ ২ জেলে আটক

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২২; সময়: ৬:৩০ অপরাহ্ণ |
পদ্মায় কারেন্ট জালসহ ২ জেলে আটক

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : মুজিববর্ষের শপথ নেবো, জাটকা নয় ইলিশ খাবো এই প্রতিপাদ্যে পহেলা নভেম্বর হতে আগামী ৩০ জুন পর্যন্ত জাটকা রক্ষা কার্যক্রমের বাস্তবায়নের লক্ষে চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে দুদিনের অভিযান চালিয়ে ১৭ হাজার মিটার কারেন্ট জাল ও দেড় কেজি জাটকা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

একই সঙ্গে মাছ শিকারের অপরাধে দুই জেলেকে আটক করা হয়। বৃহস্পতিবার ও বুধবার এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান। পরে আটক দুই জেলেকে ৬’শ টাকা জরিমানার পাশাপাশি জব্দকৃত কারেন্ট জাল প্রকাশ্যে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

সিনিয়র সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানা ও সিনিয়র শিবগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক এ সময় উপস্থিত ছিলেন। শেষে জাটকা মাছ শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র, অনুপনগর মোল্লাপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে