আদমদীঘিতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত এনজিও কর্মী

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২২; সময়: ৩:৪৫ অপরাহ্ণ |
আদমদীঘিতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত এনজিও কর্মী

নিজস্ব প্রতিবেদক, আদমদীঘি : বগুড়ার আদমদীঘির সান্তাহারে পাথরবাহী ট্রাক ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মটরসাইকেল আরোহী মোঃ মিরাজুল ইসলাম (৪৫) নিহত হয়েছেন। এঘটনায় তার এক হাত বিচ্ছিন্ন হয়ে যায়।

মর্মান্তিক এ সড়ক দূর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২০ জানুয়ারী) সকাল ১০টার দিকে উপজেলার সান্তাহার ছাতনী ঢেকরা মোড় নামক স্থানে। নিহত মিরাজুল ইসলাম পাবনা জেলার বেড়া উপজেলার খাকছারা গ্রামের মতিবর রহমানের ছেলে।

জানা যায় নিহত মিরাজুল এদিন সকালে গ্রামীন এনজিওর নওগাঁ জোনে একটি প্রোগ্রামে যাচ্ছিলেন। সান্তাহার ইউনিয়নের ছাতনী ঢেকরা মোড় নামক স্থানে পৌঁছলে পাথরবাহী একটি ট্রাকের (ঢাকা মেট্রো ট, ২৪-১৩৭৭) সঙ্গে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে তাকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। ঘটনাস্থলে তার একটি হাত বিচ্ছিন্ন হয়ে পড়ে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা রওনা হয়েছে।

আদমদীঘি থানার এসএই কাওছার জানান খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসেছি। ট্রাক ও মটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে। তবে ট্রাকের ড্রাইভার বা হেলপারকে আটক করা সম্ভব হয়নি। তারা ঘটনার পর পালিয়ে গেছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে