সুজানগরের পদ্মায় মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ
প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২২; সময়: ৮:২২ pm |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, সুজানগর : পাবনার সুজানগরের পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে মো.মুকাই হোসেন (৫৫) নামের এক জেলে নিখোঁজ হয়েছে।
রবিবার সকাল ১০টার দিকে উপজেলার নাজিরগঞ্জ ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে নিখোঁজ হন তিনি। এদিন বিকাল ৫টা পর্যন্ত নিখোঁজ ওই জেলের সন্ধান পাওয়া যায়নি বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম। মুকাই হোসেন উপজেলার গোপালপুর গ্রামের মৃত মকছেদ আলীর ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সুজানগর থানার ওসি (তদন্ত) আব্দুল কুদ্দুস জানান, এদিন ওই জেলে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে গিয়ে পদ্মা নদীতে নিখোঁজ হন। রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নিলেও এদিন নিখোঁজ জেলেকে উদ্ধার করতে পারেনি।