ভোটের লড়াইয়ে স্বামী-স্ত্রী

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২২; সময়: ১০:৫৭ পূর্বাহ্ণ |
ভোটের লড়াইয়ে স্বামী-স্ত্রী

পদ্মাটাইমস ডেস্ক : কুমিল্লার বুড়িচংয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন স্বামী-স্ত্রীসহ একই পরিবারের তিনজন। শনিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তিন প্রার্থীরই মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

চেয়ারম্যান প্রার্থীরা হলেন- উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান শাহ কামাল, তার স্ত্রী আমেনা খাতুন ও শাহ কামালের বোনের স্বামী শহীদ উল্লাহ মিয়াজি। তবে তিনজনই স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন।

এ ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে ১৩ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। যাচাই-বাছাই শেষে ১৩ জনেরই মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

এ বিষয়ে ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ কামাল বলেন, ভোট করার জন্যই তিনি ও তার পরিবারের সদস্যরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। তারা আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন পরিষদ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এদিকে, গত ১২ জানুয়ারি মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদে ৫৮৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

আগামী ৭ ফেব্রুয়ারি বুড়িচং উপজেলার ৯ ইউনিয়নে ভোটগ্রহণ হবে। তফসিল অনুযায়ী ১২ জানুয়ারি পর্যন্ত প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন যাচাই-বাছাই হবে ১৫ জানুয়ারি। এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ জানুয়ারি।

বুড়িচং উপজেলার নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, আগামী ৭ ফেব্রুয়ারি উপজেলার ৯ ইউনিয়নে ভোটগ্রহণ হবে।

এরই মধ্যে ১০৩টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব প্রস্তুতি চলছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে