আদমদীঘিতে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২২; সময়: ৯:৩৭ pm |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, আদমদীঘি : বগুড়ার আদমদীঘিতে পিকেএসএফ’র সহায়তায় বেডোর সমৃদ্ধি কর্মসূচির আওতায় বিনামূল্যে চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বুধবার সকাল ৯ টায় উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির কৈকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে চক্ষুক্যাম্পের উদ্বোধন করা হয়।
ক্যাম্পে চক্ষু পরিক্ষার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করেন আয়োজকরা। এসময় উপস্থিত ছিলেন বেডোর মহাব্যবস্থাপক (কার্যক্রম) শেখ মোহাইমিনুল হক, সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী এএইচএম সাইফুল ইসলাম সহ সমৃদ্ধি কর্মসূচির কর্মকর্তাবৃন্দ।
বিকেল ৪টা পর্যন্ত ১৯৬ জন চক্ষু রোগীকে চিকিৎসা প্রদান করেন নওগাঁ ইস্পাহানি ইসলামিয়া আই ইন্সটিটিউট এন্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার অপূর্ব বিশ্বাস রাখাল।