চরতারাপুরে নৌকার পক্ষে ব্যাপক গণসংযোগ
নিজস্ব প্রতিবেদক, সুজানগর : আগামী ২৬ ডিসেম্বর পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী রবিউল হক টুটুলের পক্ষে স্থানীয় আ.লীগ,যুবলীগ স্বেচ্ছাসেবকলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ তাঁর সমর্থকেরা ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করে যাচ্ছেন । ২৪ ডিসেম্বর নির্বাচনী প্রচারণার শেষ দিনে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে রবিউল হক টুটুলের নির্বাচনী প্রতীক নৌকা মার্কায় ভোটারদের কাছে ভোট প্রার্থনা করে তাঁরা লিফলেট বিতরণ করেন।
এছাড়া আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রবিউল হক টুটুল নিজেও তার নৌকা প্রতীকে ভোট চেয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকার দোকানপাট ও ভোটারদের বাড়ীতে বাড়ীতে পাঁয়ে হেঁটে হেঁটে গণসংযোগ চালান নির্বাচনী প্রচারণার শেষ দিনে।
এ সময় মানুষেরা রবিউল হক টুটুলকে দোয়া-আর্শীবাদ করেন। রবিউল হক টুটুল জানান,আগামীর পথে-সমৃদ্ধির ডিজিটাল চরতারাপুর ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়ে সামনের দিকে এগিয়ে চলছেন তিনি।
এছাড়া গণসংযোগকালে তিনি আরো বলেন, আমি ভবিষ্যতে আপনাদের সন্তান হয়েই থাকতে চাই। আমি আপনাদের মূল্যবান ভোটে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের সকল শ্রেণীর মানুষের জন্যই সবসময় দুয়ার খোলা থাকবে। এবং গণমানুষের সেবায় কাজ করে যাব ইনশআল্লাহ।