সিরাজগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক সংকট চিকিৎসা কার্যক্রম ব্যাহত

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২১; সময়: ৮:৪৩ অপরাহ্ণ |
সিরাজগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক সংকট চিকিৎসা কার্যক্রম ব্যাহত

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের চিকিৎসক সংকটে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে ৫৮টি চিকিৎসকের পদ থাকলেও আছে মাত্র ৩৪ জন চিকিৎসক। মেডিকেল অফিসার, সিনিয়র কন্সালটেন্ট, জুনিয়র কন্সালটেন্টসহ ২৪টি চিকিৎসকের পদ শুন্য থাকায় চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এছাড়াও ৬৫টি তৃতীয়ও চতুর্থ শ্রেনীর কর্মচারীর পদও শুন্য রয়েছে। এতে করে বহিঃবিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের চরমদূভোর্গ পোহাতে হচ্ছে। রোগীরা এব্যাপারে সংশ্লিষ্ট কর্তপক্ষের কাছে বার বার অভিযোগ করেও সুফল পাচ্ছে না।

সিরাজগঞ্জ সরকারী ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে গিয়ে এ পরিস্থিতি দেখা যায় । করোনাকালীন সময় চিকিৎসা নিতে আসা রোগীদের ক্ষেত্রে কোন প্রকার স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। হাসপাতাল সূত্রে আরো জানা যায় প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক না থাকায় বহি:বিভাগে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে । চিকিৎসা নিতে আসা চর মালশাপাড়া গ্রামের শহিদুল ইসলাম, রানীগ্রামের বেলী, চর মালশাপাড়ার সালেহা বেগম জানান অনেক সময় ধরে ডাক্তার দেখানোর জন্য এসেছি ।

কিন্তু ডাক্তারের সিরিয়াল পেতে দেরী হয় । তাছাড়াও কামারখন্দের শ্যামপুর গ্রামের দিনমুজুর সোলেমান (৬০) জানান, হাসপাতাল হতে ব্যবস্থাপত্র অনুযায়ী বিনামূল্যে ঔষধ দেয়া হলেও অনেক সময় কোন কোন ঔষধ পাওয়া যায় না বলে অভিযোগ করেন ।

এ বিষয়ে হাসপাতালের তত্ববধায়ক ডা: মো: সাইফুল ইসলাম জানান, হাসপাতালে ২৪ জন ডাক্তার এবং ৬৫ জন তৃতীয় ও চতুর্থ শ্যেনীর কর্মচারীর পদ খালি রয়েছে । ফলে চিকিৎসা কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে । তিনি জানান ইতিমধ্যেই চিকিৎসক নিয়োগ দেয়ার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষকে চিঠি দেয়া হয়েছে। চাহিদা অনুযায়ী চিকিৎসক নিয়োগ দেয়া হলে এ সংকট থাকবেনা বলে তিনি জানান ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে