চাঁপাইনবাবগঞ্জে পুলিশ পরিচয়ে ১৫ গরু ডাকাতির ঘটনায় ৬ পুলিশ ক্লোজড

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২১; সময়: ৬:৩৮ অপরাহ্ণ |
চাঁপাইনবাবগঞ্জে পুলিশ পরিচয়ে ১৫ গরু ডাকাতির ঘটনায় ৬ পুলিশ ক্লোজড

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গরুর খামারে পুলিশ পরিচয়ে ১৫ গরু ডাকাতির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৬ পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে।

শনিবার রাতে তাদের গোমস্তাপুর থানার দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে ক্লোজড করা হয়। ৬ পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজ করার বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান। ক্লোজ করা পুলিশ সদস্যরা হলেন, গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক বদিউজ্জামান, উপ-পরিদর্শক (ডিএসবি) গাজী নুরুল ইসলাম ও সহকারি উপ-পরিদর্শক আমিনুল ইসলাম এবং তিন পুলিশ কনস্টেবল রহিম, বিপ্লব ও শফিকুল ইসলাম।

অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান জানান, শনিবার রাতে গোমস্তাপুর উপজেলার পাবর্তীপুর ইউনিয়নের জিনারপুর গড়বাড়ি এলাকায় একটি গরুর খামারে পুলিশ পরিচয়ে খামার মালিক ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে বেঁধে রেখে খামার থেকে ১৫টি গরু নিয়ে যায় ডাকাতরা। অথচ পাবর্তীপুর-আড্ডার ওই সড়কে নিয়মিত পুলিশের টহল টিম থাকার পরও এবং খামার মালিকের অভিযোগ ৯৯৯-এ দুইবার ফোন দেয়ার পরও পুলিশ ঘটনাস্থলে যথাসময়ে না পৌঁছায় পুলিশের দায়িত্বে কোনও অবহেলা রয়েছে কিনা তা খতিয়ে দেখতেই ৬ পুলিশ সদস্যকে গোমস্তাপুর থানার দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। এ ঘটনায় গরুগুলো উদ্ধারে এবং ডাকাতদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে বলেও জানান তিনি।

এদিকে, এ ঘটনায় গরুর মালিক আশরাফুল ইসলাম গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

উল্লেখ্য, শনিবার রাত দেড়টা থেকে ২টার মধ্যে উপজেলার জিনারপুর গড়বাড়ি এলাকার আশরাফুল ইসলামের গরুর খামারে পুলিশ পরিচয়ে তাকে ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে বেঁধে রেখে ১৫টি গরু লুট করে নিয়ে যায় ডাকাতরা। এ সময় ৯৯৯ এ দুইবার ফোন করেও পুলিশের কোন সহযোগিতা পায়নি খামার মালিক।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে