শিবগঞ্জে ৪১টি ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২১; সময়: ৪:২৩ অপরাহ্ণ |
শিবগঞ্জে ৪১টি ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর বাজারে ৭টি দোকানে অভিযান চালিয়ে ৪১টি ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার রাতে ৫৯ বিজিবি ও আনসার সদস্যদের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব আল-রাব্বি।

তিনি জানান, ভারতীয় চোরাই ফোন বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে রাতে শিবগঞ্জ পৌর বাজারের বসুন্ধরা টেলিকম, রাইট চয়েস, মা টেলিকম, সুজন আপডেট টেলিকম, রিংকু টেলিকম ও আরিফ সিমলা টেলিকমে অভিযান চালিয়ে ৪১টি ভারতীয় চোরাই স্মাট ফোন উদ্ধার করা হয়।

জব্দকৃত মোবাইল ফোনগুলো বিজিবির জিম্মায় হস্তান্তর করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আরিফা সুলতানা ও ৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আমীর হোসেন মোল্লাসহ বিজিবির সদস্যরা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে