গুরুদাসপুরে ইউপি নির্বাচন ঘিরে মাসিক আইন শৃংখলা সভা

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২১; সময়: ৭:২২ অপরাহ্ণ |
গুরুদাসপুরে ইউপি নির্বাচন ঘিরে মাসিক আইন শৃংখলা সভা

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর : নাটোরের গুরুদাসপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে মাসিক আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকাল সাড়ে তিনটায় উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তমাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ,মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুল মতিন,নির্বাচন অফিসার ম.ফেরদৌস আলম,মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন,সমাজ সেবা কর্মকর্তা শফিকুল ইসলাম,আনসার ভিডিপি কর্মকর্তা খালেদা আক্তার, গুরুদাসপুর মডেল প্রেসক্লাবের সভাপতি মাজেম আলী মলিনসহ মুক্তিযোদ্ধা,সাংবাদিক,শিক্ষকসহ বিশিষ্ঠজন উপস্থিত ছিলেন।

সভায় গুরুদাসপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে সন্তোষ প্রকাশ করা হয়। তবে বিজয় দিবস ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে যেন এমন পরিস্থিতি বজায় থাকে তার আহবান জানান। এছাড়া মাদক,বাল্যবিয়ে ও জঙ্গিবাদ বিষয়েও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বক্তারা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে