সিরাজগঞ্জে হেরোইন বিক্রির দায়ে যুবকের যাবজ্জীবন

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২১; সময়: ৬:৫৪ অপরাহ্ণ |
সিরাজগঞ্জে হেরোইন বিক্রির দায়ে যুবকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : নিজের কাছে হেরোইন রাখা ও বিক্রির দায়ে সিরাজগঞ্জে মো. ইকতিয়ার (৩১) নামে এক মাদক বিক্রেতাকে যাবজ্জবীন কারাদন্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদন্ডও দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির আসামির উপস্থিতিতে এ রায় দেন। দন্ডপ্রাপ্ত মো. ইকতিয়ার সিরাজগঞ্জ পৌর মহল্লার সাহেদনগর বেপারী পাড়ার মো. আজাদ বেপারীর ছেলে।

সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার মো. রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার বরাত দিয়ে তিনি জানান, গত ২০২০ সালের ১৪ এপ্রিল দুপুরে মাদক কেনাবেচা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শাহেদ নগর বেপারী পাড়া প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণে চৌ-রাস্তায় পুলিশ অভিযান চালায়।

এ সময় মাদক বিক্রেতা ইকতিয়ারকে ৫০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। এ ঘটনায় সদর থানার সেই সময়ের উপ-পরিদর্শক (এসআই) আবু জাফর বাদী হয়ে সদর থানায় মামলা করেন। মামলায় রাষ্ট্রপক্ষের নয়জন সাক্ষী উপস্থাপন করেন। সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমানিত হওয়ায় এ রায় দেন বিচারক।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে