ধুনটে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হলেন যারা

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২১; সময়: ১০:২৭ অপরাহ্ণ |
ধুনটে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হলেন যারা

নিজস্ব প্রতিবেদক, ধুনট : তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বগুড়ার ধুনট উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারি ভাবে ১০ জন নির্বাচিত হয়েছেন। এরমধ্যে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ৪জন এবং স্বতন্ত্র প্রার্থী ৬ জন। রোববার রাত ১০টার দিকে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোকাদ্দেছ আলী এ তথ্য নিশ্চিত করেন।

উপজেলার ধুনট ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত এসএম মাসুদ রানা (নৌকা) পেয়েছেন ৯ হাজার ৯৯ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজুর মন্টু (মোটর সাইকেল) পেয়েছেন ৬ হাজার ৭২৭ ভোট। এলাঙ্গীতে আওয়ামী লীগ মনোনীত তোজাম্মেল হক (নৌকা) পেয়েছেন ৩ হাজার ৭২৪ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামছুদ্দোহা জিএম সম্্রাট পেয়েছেন ৩ হাজার ৫৮৩ ভোট।

নিমগাছিতে সোনিতা নাসরিন (নৌকা) পেয়েছেন ৫ হাজার ৪৮০ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রুহুল আমীন মাসুদ (অটোরিক্সা) পেয়েছেন ৪ হাজার ৭৮৭ ভোট। কালেরপাড়ায় স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেন শিপন (মোটর সাইকেল) পেয়েছেন ৮ হাজার ৮৩৭ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হারেজ উদ্দিন (নৌকা) পেয়েছেন ৬ হাজার ৯০০ ভোট।

চিকাশিতে স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন জুয়েল (মোটর সাইকেল) পেয়েছেন ৪ হাজার ১৭৪ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দি স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান (ঘোড়া) পেয়েছেন ৩ হাজার ৭৩০ ভোট। গোসাইবাড়িতে স্বতন্ত্র প্রার্থী মাসুদুল হক বাচ্চু (ঘোড়া) পেয়েছেন ৫ হাজার ১০১ ভোট, তাঁর নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামী লীগ মনোনীত সামসুল বারী (নৌকা) পেয়েছে ৪ হাজার ৫৩২ ভোট।

ভান্ডারবাড়িতে স্বতন্ত্র প্রার্থী বেলাল হোসের বাবু (মোটর সাইকেল) পেয়েছেন ৫ হাজার ৯৬২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দি স্বতন্ত্র প্রার্থী আতিকুল করিম আপেল পেয়েছেন ৩ হাজার ৮১৩ ভোট। গোপালনগরে স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল ইসলাম (আনারস) পেয়েছেন ১১ হাজার ৭৫৮ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহ আলম (নৌকা) পেয়েছেন ৩ হাজার ৬৭৪ ভোট।

মথুরাপুরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাসান আহম্মেদ জেমস মল্লিক (নৌকা) পেয়েছেন ১১ হাজার ২২২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দি স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম (আনারস) পেয়েছেন ৬ হাজার ৭৬৪ ভোট। চৌকিবাড়িতে স্বতন্ত্র প্রার্থী হাসানুল করিম পুটু (আনারস) পেয়েছেন ৭ হাজার ৪২৬ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামী লীগ মনোনীত কুদরত-ই-খুদা জুয়েল (নৌকা) পেয়েছেন ৫ হাজার ২১৭ ভোট।

উল্লেখ্য, উপজেলার ১০ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। এ উপজেলায় মোট ভোটারের সংখ্যা ২ লাখ ২৬ হাজার ৩৭৫ জন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে