নওগাঁয় বুথ দখল করে জাল ভোট দেয়ার সময় যুবক গ্রেপ্তার

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২১; সময়: ৫:১৫ অপরাহ্ণ |
নওগাঁয় বুথ দখল করে জাল ভোট দেয়ার সময় যুবক গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর বদলগাছি উপজেলার মিঠাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বুথ দখল করে জাল ভোট দেওয়ার সময় এক যুবককে হাতেনাতে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আটক ওই যুবকের নাম শামীম হোসেন (২৮)। তিনি মিঠাপুর গ্রামের বাচ্চু মন্ডলের ছেলে। ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল থেকে শান্তিপূর্ণ ভোট গ্রহন চলছিল। দুপুরের পর পরই হটাৎ কয়েকজন যুবক একটি মহিলা বুথে ঢুকে জোরপূর্বক নৌকার পক্ষে জাল ভোট দিচ্ছিলো। এসময় থাকে আটক করা হয়।পরে তাকে থানায় নেওয়া হয়। ঘটনার পর কিছু সময় ভোট গ্রহণ বন্ধ ছিলো।

এদিকে, ওই ইউনিয়নের বিভিন্ন ভোট কেন্দ্রে কারচুপি ও জাল ভোট দেয়ার অভিযোগ করেছেন কয়েকজন চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে