মান্দায় রাত পোহালেই ভোট, ৮৩ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২১; সময়: ৭:৫৬ অপরাহ্ণ |
মান্দায় রাত পোহালেই ভোট, ৮৩ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দা উপজেলার ১৪ ইউনিয়নে আগামীকাল রোববার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ভোটের সরঞ্জাম। কেন্দ্রগুলোতে ব্যালোট পেপার পাঠানো হবে আগামীকাল ভোরে। এবারের ভোটে ১৪০ কেন্দ্রের মধ্যে ৮৩ টিকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে বাড়তি নজরদারী রয়েছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬ হাজার ৮৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৩০৫ জন ও নারী ভোটার ১ লাখ ৫৪ হাজার ৫৮৩ জন।

ভোটদান নির্বিগ্ন করতে পাঁচজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সাতজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ প্রত্যেকটি ইউনিয়নে একটি করে মোবাইলটিম নিয়োজিত থাকবে। পুলিশের পাশাপাশি মাঠে থাকবে ৪ প্লাটুন বিজিবি। উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ জানান, শনিবার সকল কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠানো হয়েছে। রোববার ভোরে সকল কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে। তিনি আরও বলেন, ভোটদান কার্যক্রম নির্বিগ্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, শনিবার সন্ধ্যার ঘটনায় পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। বর্তমানে স্বাভাবিক রয়েছে এলাকার পরিস্থিতি। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নজরদারী বাড়ানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক বলেন, ভোটের মাঠে ১২ ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে। প্রতি ৩ ইউনিয়নে একটি করে স্ট্রাইকিং ফোর্স ও র‌্যাবের তিন টহল টিম কাজ করবে। পুলিশের পাশাপাশি ম্যাজিস্ট্রেটদের সঙ্গে কাজ করবে ৪ প্লাটুন বিজিবি।

ইউএনও আরও বলেন, প্রতিটি কেন্দ্রে ২২ জন পুলিশসহ আনসার-ভিডিপি সদস্যদের নিয়োজিত করা হয়েছে। ভোটকেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটানো কিংবা কারচুপির কোন সুযোগ নেই। উল্লেখ্য, এবারের নির্বাচনে মান্দা উপজেলার ১৪ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯৩ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৭৩ ও সাধারণ সদস্য পদে ৫৪৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে