নিষিদ্ধ নছিমন ভোটের জন‍্য হল বৈধ‍‍

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২১; সময়: ৪:৩৮ অপরাহ্ণ |
নিষিদ্ধ নছিমন ভোটের জন‍্য হল বৈধ‍‍

নিজস্ব প্রতিবেদক, বদলগাছী : তৃতীয় ধাপে নওগাঁর বদলগাছীতে ৮টি ইউপি নির্বাচন। আর এই ইউনিয়ন নির্বচনে নিষিদ্ধ নছিমন হয়ে গেল প্রশাসনের কাছে বৈধ‍।

জানা যায়, ২৮ নভেম্বর (রোববার) ৩য় ধাপে ভোট গ্রহণ।

সরেজমিনে দেখা যায়, বদলগাছীতে ৮টি ইউপি নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের আগের দিন শনিবার (২৭ নভেম্বর) সকাল থেকে উপজেলা পরিষদের সামনে জড়ো হয় প্রায় শতাধিক নিষিদ্ধ নছিমন। এতো নছিমন দেখা যায়না সচারাচর এই উপজেলায়।

সচেতন মহল জানায়, সরকার নছিমন চলাচল নিষিদ্ধ করেছে। কিন্তু প্রশাসনই আবার এই নিষিদ্ধ নছিমন তাদের এই নির্বচন কাজে ব‍্যবহার করেছে। সরকারের আইন মানছে না স্থানীয় প্রশাসন।

নাম প্রকাশে অনিচ্ছুক ভূটভুটির চালকরা বলেন, এই নির্বাচনের জন্য আমাদের দুদিনের জন‍্য বড় নছিমনের ১১০০ টাকা এবং ছোট নছিমন গাড়ীর জন‍্য ৭০০টাকা করে ভাড়া দিবে। এতে করে আমাদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে।

নছিমন চালক রমজান জানায়, আমরা সমিতির সদস‍্য। সমিতি থেকে আসতে বলেছে। না আসলে আমদের রোডে গাড়ি চালাতে সমস্যা পড়তে হয়। আমার অন্য জায়গাতে ভাড়া ছিল ভাড়া ছেড়ে দিয়ে আমাকে আসতে হলো। নির্বাচনের কাজে সামান‍্য টাকা দেয় এতে আমাদের অনেক লস হয়। কে ভাড়া করেছে জানতে চাইলে বলেন বদলগাছী থানা পুলিশ আমাদের আসতে বলেছে তাই আমরা আসছি।

এ ব‍্যপারে বদলগাছী থানা অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, উপজেলা রিটার্নিং অফিসার আমাকে নছিমন ভাড়া করতে বলেছে। আপনি নির্বাচন কমিশনারের সাথে কথা বলেন।

এ ব‍্যপারে উপজেলা নির্বাচন অফিসার ও বদলগাছী সদর ও পাহাড়পুর ইউপির রিটার্নিং অফিসার সেজারুউদ্দীনের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি কোন উত্তর না দিয়ে কল হোল্ড করে রাখেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে