সিরাজগঞ্জে ভোটের সরঞ্জাম বিতরণ

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২১; সময়: ২:০৫ অপরাহ্ণ |
সিরাজগঞ্জে ভোটের সরঞ্জাম বিতরণ

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : আগামীকাল রোববার অনুষ্ঠিত হবে তৃতীয় ধাপে সিরাজগঞ্জের উল্লাপাড়া ও বেলকুচি উপজেলার ১৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই সকল প্রস্তুতি প্রায় শেষ করেছে নির্বাচন কমিশন। তারই ধারাবাহিকতায় শনিবার দুপুর থেকে স্ব-স্ব উপজেলা পরিষদ হতে বিতরণ করা হচ্ছে নির্বাচনের সরঞ্জামাদী।

এবারের নির্বাচনে বেলকুচি উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে বেলকুচি সদর ও দৌলতপুর ইউনিয়নে আ’লীগের নৌকা প্রতিকের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্ধীতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া বাকি ৪ ইউনিয়নে ২২জন চেয়ারম্যান (সংরক্ষিত) সদস্য ৬৯ জন এবং সাধারণ ইউপি সদস্য ২১২ জন নির্বাচনে অংশগ্রহণ করছেন।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সুত্রে জানাযায়, আগামীকাল ২৮ (নভেম্বর) রবিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে তা ৪টা পর্যন্ত চলবে। নির্বাচনে ৯৬টি কেন্দ্রে ভোট ২ লক্ষ ৭ হাজার ৪৬৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচিত করবেন।

এদিকে উল্লাপাড়ায় ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৪ জন, নারী মেম্বর পদে ১৪২ ও সাধারন মেম্বর পদে ৪৭৭ জন প্রতিদ্বন্ধীতা করছেন। এখানে ১৪৮টি ভোট কেন্দ্রে সাড়ে ৩ লাখ ৫২ হাজার ৩৪ জন ভোটার ভোট দেবেন।

নির্বাচনে এসব ভোট কেন্দ্রে ৫ জন পুলিশ, ১৭ জন আনসার নিয়োজিত এবং টহলে থাকবে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি টিম।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে